আমতলীতে ইলিশ শিকারের দায়ে জেলের কারাদন্ড

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ইলিশ শিকারের দায়ে জেলের কারাদন্ড
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০২৩


আমতলীতে ইলিশ শিকারের দায়ে জেলের কারাদন্ড

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারী নির্দেশনা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধা নামের এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের এ দন্ড দেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার  গুলিশাখালী এলাকায়।
জানাগেছে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের ইলিশ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ ঘোষনা করেছে সরকার। এ নির্দেশনা উপেক্ষা করে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মদ মৃধার ছেলে সোহেল মৃধা (৩৫) পায়রা নদীতে ইলিশ শিকার করতে জাল ফেলে। বুধবার দিবাগত রাতে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভুমি) আব্দুল্লাহ আবু জাহের ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার পায়রা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও সুতার জালসহ সোহেল মৃধাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করেছে। জব্দকৃত জাল মৎস্য বিভাগ পুড়িয়ে ফেলা হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দন্ডবিধি ১৮৮ ধারায় জেলে সোহেল মৃধাকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:৫০ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ