বঙ্গবন্ধু’র সমাধিতে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধু’র সমাধিতে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন
রবিবার ● ১ অক্টোবর ২০২৩


বঙ্গবন্ধু’র সমাধিতে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএমপি নব নিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

রবিবার  (১ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু’সহ  পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

এসময় অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার, অতিরিক্ত  কমিশনার লজিস্টিক জাহিদুল ইসলাম, অতিরিক্ত  কমিশনার (সিটিসি চিপ)  আসাদুজ্জামান,  অতিরিক্ত  কমিশনার ট্রাফিক মনিবুর রহমান, জয়েন্ট কমিশনার লিটন কুমার, জয়েন্ট কমিশনার সঞ্জিত, জয়েন্ট কমিশনার বিল্পব কুমার সরকার, ডিবি প্রধান হারুন অর রশিদ,  গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেবি আফিফা প্রমূখ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:১১ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ