প্রথম পাতা » পিরোজপুর »
শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৩


নেছারাবাদে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।
ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মো. সাখাওয়াত হোসেন, নেছারাবাদ থানার এস আই আসাদুজ্জামান ও কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:০৪ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ