কলাপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সেবাগ্রহীতাদের মতবিনিময়

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সেবাগ্রহীতাদের মতবিনিময়
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৩


কলাপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সেবাগ্রহীতাদের মতবিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সাথে সেবাগ্রহীতাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনীয়র তৌহীদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এ সভার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবীর। পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন করার রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা  তাসলিমা আখতার,  কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের আহবায়ক শাহদাত হোসেন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ ব্যক্তিবর্গ।
কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটিসহ আরও বেশ কিছু মেগা প্রকল্পের জন্য জমি অধিগ্রহন করায় যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা এ সভায় উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত এসব মানুষ তাদের ক্ষতিপূরণের অর্থ পেতে মিথ্যা ও  হয়রানীর শিকার হচ্ছেন বলে সভায় জানান। এছাড়া এখনও বহু পরিবার পুনর্বাসনের  আওতায় না আসায়  মানবেতর জীবন যাপন করছে বলে উল্লেখ করেন। এ থেকে পরিত্রাণ পাওয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত মানুষ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাহাঙ্গীর হোসেন এ দাবির প্রেক্ষিতে বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ক্ষতিপূরণের অর্থ হয়রানী ছাড়া পেতে পারে সে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যেসব মানুষ পুনর্বাসনের আওতায় আসেনি তাদের তালিকা করা হবে।
এ সভায় সরকারি সেবা প্রতিষ্ঠানের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসব সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নাগরিকদের যথাযথ সেবা প্রদান করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৬ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ