নেছারাবাদে অন্তঃসত্তা গৃহবধুর মৃত্যু, চিকিৎসকসহ গ্রেফতার-৪

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে অন্তঃসত্তা গৃহবধুর মৃত্যু, চিকিৎসকসহ গ্রেফতার-৪
সোমবার ● ৫ জুন ২০২৩


নেছারাবাদে অন্তঃসত্তা গৃহবধুর মৃত্যু, চিকিৎসকসহ  গ্রেফতার-৪

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥  

 

পিরোজপুরের নেছারাবাদে ডাক্তার ও নার্সদের অবহেলায় কলি বেগম (২১) নামে অন্তঃসত্তা এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার আব্দুর রহমান হাসপাতাল ও ডায়াগোনেষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী নুর আলম শেখ বাদি হয়ে নেছারাবাদ থানায় দুই ডাক্তারসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত ১নং আসামী ডা, মানবিক সরকার (এনেসথেসিয়া)সহ ওই হাসপাতালের নার্স সানজিদা, ইয়াসমিন ও একাউন্টস ম্যানেজার উম্মে সায়মাকে গ্রেফতার করেছে।
সোমবার (৫ জুন) সকালে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। মামলা সুত্রে জানাগেছে, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের নুর আলম শেখের অন্তঃসত্তা স্ত্রী কলি অসুস্থ হয়ে পড়লে রবিবার দুপুরে আব্দুর রহমান হাসপাতাল ও ডায়াগোনিষ্টিক সেন্টারে নিয়ে ভর্তি করেন। সন্ধ্যা ৬ টায় ডা. মানবিক সরকার ও ডা. আসাদুজ্জামান (সার্জারী) কলি বেগমকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। দীর্ঘ সময় পর স্ত্রীর শারীরিক খোজ খবর নিতে গেলে কর্তব্যরত নার্সরা তার স্ত্রী গুরুতর অসুস্থ বলে জানান। রাত ৮টার দিকে স্ত্রীর কোন খোঁজ খবর না পেয়ে নুর আলম ও স্বজনরা অপারেশন থিয়েটারে যান এবং সেখানে ডাক্তার নার্স কাউকে না পেয়ে শুধু তার অসুস্থ স্ত্রীকে দেখতে পান। এক পর্যায়ে স্বজনরা রাত আনুমানিক সাড়ে নটার দিকে অসুস্থ কলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ওসি মো. জাফর আহম্মেদ জানান, এ ঘটনা সংক্রান্তে থানায় মামলা হয়েছে এবং এজাহারভুক্ত ডা.মানবিক সরকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৬ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ