পিবজা সদস্য সায়েম মাহমুদের মৃত্যুতে শোকসভা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পিবজা সদস্য সায়েম মাহমুদের মৃত্যুতে শোকসভা
বুধবার ● ২৪ মে ২০২৩


পিবজা সদস্য সায়েম মাহমুদের মৃত্যুতে শোকসভা

ঢাকা সাগরকন্যা অফিস॥

২০১৮-১৯ ব্যাচের শিক্ষার্থী পিআইবি জার্নালিজম এ্যালামনাই এ্যাসোসিয়েশন (পিবজার)সদস্য অধ্যক্ষ সায়েম মাহমুদের মৃত্যু এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। পিবজা তার মৃত্যুতে ৩দিনের শোক প্রকাশ করেছেন। গতকাল বুধবার শেষ দিন বাংলামটর আইবিবি ভবনের ১৬তলায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, হানিয়া আক্তার হ্যাপি, আবু বক্কর ড. দিপু ছিদ্দিকী, রাকিবুল ইসলাম, বিনোয়গবার্তার মো. শামীম, শরিফুল ইসলাম সাকিল, আমির হোসেন, এ আর এম মামুন, সেলী আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, অধ্যক্ষ সায়েম মাহমুদ ছিলেন, একজন আদর্শবান সাংবাদিক। নীতি ও আদর্শ নিয়ে কারো কাছে মাথা নত করেননী। মেধাবী সাংবাদিকের মুত্যুতে পিবজা একজন ভাল নীতিবান সদস্যকে হারালো। তা ক্ষতিপুরন করার মত নয়। তার রুহুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

প্রেসনোট/এএইচ

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৫ ● ১৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ