পায়রায় স্থাপনার ক্ষতিপূরণ দাবিতে লালুয়ায় মানববন্ধন সমাবেশ

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রায় স্থাপনার ক্ষতিপূরণ দাবিতে লালুয়ায় মানববন্ধন সমাবেশ
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদপাড়ের শত শত মানুষ শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা বাজারে মানববন্ধন-সমাবেশ করেছে। লালুয়ার ৮ ও ৯ নং ওয়ার্ডে পায়রা বন্দর কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত জমিতে থাকা সকল স্থাপনার ক্ষতিপূরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মো. এনামুল হক, আওয়ামী লীগ নেতা তারিক খান। পায়রা বন্দর কর্তৃপক্ষ চান্দুপাড়া মৌজায় দুটি স্পটে ২৬৫ একর জমি অধিগ্রহন প্রক্রিয়া চুড়ান্ত করেছে। যেখানে থাকা বসতবাড়িসহ স্থাপনা গণনাসহ যাচা-বাছাইয়ের কাজ বৃহস্পতিবার শুরু করে জেলা অধিগ্রহন বিভাগ। স্থানীয়দের অভিযোগ তাদের ঘরের মেরামতসহ যেসব কাজ করেছেন তা তালিকাভুক্ত না করায় তারা ক্ষতির শঙ্কা করছেন। অধিগ্রহণকৃত এলাকার মানুষ জানান, তারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষিজমি, বসতভিটা দিয়েছেন। এখন তারা যথাযথ ক্ষতিপুরন যাতে নির্বিঘ্নে পেতে পারেন তার ব্যবস্থা করা হোক। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে লালুয়ার সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। পায়রা বন্দর কর্তৃপক্ষসুত্রে জানা গেছে, অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত মানুষকে আগে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। ওই কাজ চলমান রয়েছে। যথাযথভাবে সকল প্রকার ক্ষতিপুরন প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৪৫ ● ১১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ