নেছারাবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি সভা
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩


নেছারাবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নব গঠিত কমিটির পরিচিতি সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

”মুুক্তিযুদ্ধোর চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেছারাবাদ শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রেজাউল করিম মন্টু সিকদার।
উপজেলা মুক্তিযেদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস বরন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি মিথিলা আক্তার, যুগ্ম সম্পাদক মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৫ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ