তালতলীতে জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩


তালতলীতে জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥

মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রতিশ্রুতি বরগুনার তালতলীতে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প ংদ্রুত বাস্তবায়নে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় কয়েক হাজার মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
নিশানবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু প্রমুখ।
প্রসঙ্গত, ২০১২ সালে বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুঁলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণে একটি প্র্রকল্প নেওয়ার ঘোষণা দেন। এরপর বিষয়টি সমীক্ষা করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। অজ্ঞাত কারণে কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৭ ● ২০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ