দুমকির ৩সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকির ৩সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০২৩


দুমকির ৩সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

দুমকি(পটুয়াখালী) সাগরকনা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন প্রেসক্লাব দুমকির ৩সংবাদকর্মী।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে প্রেসক্লাব দুমকির সহ-সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ,  প্রেসক্লাব দুমকির প্রচার সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম এবং প্রেসক্লাব দুমকির সদস্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। ৩ জনকে ১০হাজার টাকা করে ৩০হাজার টাকার চেক প্রদান করা হয়। এসম পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো: জালাল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব দুমকির ৩সংবাদকর্মীকে আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

এমআর

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৩ ● ১৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ