নেছারাবাদে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান
সোমবার ● ২ জানুয়ারী ২০২৩


নেছারাবাদে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা পতিনিধি॥

নেছারাবাদে মো.আবু হাসান শেখ মেমোরিয়াল ট্রাষ্টের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (১ জানুয়ারী) বিকেলে-আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে ওই বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সাল থেকে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হলেও এ বছর থেকে আকলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শ্রেনীর ৩ জন করে মোট ১৮ জন গরীব শিক্ষার্থীদের মাঝে ১০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক, অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত চন্দ্রকান্ত করকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি আল আমিন পারভেজের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ট্রাষ্টের অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক, সহ-সভাপতি মিসেস সামসুন্নাহার, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ট্রাষ্টের সদস্য সচিব আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আলমগীর হোসেন। জানা যায়, মো. আবু হাসান শেখের উচ্চ শিক্ষত ৬ সন্তানের মধ্যে মেঝো ছেলে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নিয়াজ মোর্শেদ সকল ভাইবোনদের সহযোগিতায় ওই ট্রাষ্ট গঠন করেন। আবু হাসান শেখ দীর্ঘদিন আকলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে অবসর নিয়েছিলেন। একই সময়ে তার শশুর মাওলানা আবু বকর আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ##

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৩:১৯ ● ১২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ