আমতলীতে তিন মণ জাটকা জব্দ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে তিন মণ জাটকা জব্দ
বুধবার ● ২৩ নভেম্বর ২০২২


আমতলীতে তিন মণ জাটকা জব্দ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার (২৩ নভেম্বর) অভিযান চালিয়ে পৌর শহরের মাছ বাজার থেকে তিন মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ওই জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়।
জানাগেছে, পয়েলা নভেম্বর মাস থেকে ৩০ জুন মাস পর্যন্ত  ৮  মাস  জাটকা ইলিশ শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।  কিন্তু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে কারেন্ট জাল ফেলে জাটকা শিকার করছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার  মোসাঃ হালিমা সরদার পৌর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে তিন মণ জাটকা ইলিশ জব্দ করে। ওই জব্দ করা জাটকা ইলিশ এতিম খানায় বিতরন করা হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, পৌর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে তিন মণ জাটকা ইলিশ জব্দ করেছি। ওই মাছ এতিম খানায় বিতরন করা হয়।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৭ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ