দুমকিতে ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২


দুমকিতে ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জাল টাকার মামলায় মনির আকনকে(৪৫) নামের ১০বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতরবিবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত পালাতক আসামি মনির আকন উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাসেম আকনের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুর ১টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মনির আকনকে গ্রেফতার করে রাতেই দুমকি থানায় নিয়ে আসা হয়।
দুমকি থানার এস আই দীপক কুমার জানান, ধৃত আসামী মনির আকন গত ১১ বছর যাবৎ গ্রেফতার এড়াতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে ২০১২ সালের ২৮মার্চ জি আর ৩১২/০৮ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ডাদেশ রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচাজ মোঃ আবদুস সালাম সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৪৩ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ