কাউখালীতে ইউপিসদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ইউপিসদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০২২


কাউখালীতে ইউপিসদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সদস্য মো. মামুন হাওলাদারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সকল জনপ্রতিনিধিরা।
বৃহস্পতিবার(৩নভেম্বর) সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  সকল সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জাতীয় পার্টি জেপি’র সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার  হোসেন সিকদার, কাউখালী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু,সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, ইউপি সদস্য রুস্তুম আলী প্রমূখ।
বক্তরা বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এক দল সন্ত্রাসী ৩ বারের ইউপি সদস্য মামুন হোসেনকে নৃশংস ভাবে হত্যা করে। ভবিষ্যতে আর কোনো জনপ্রতিনিধির ওপর হামলা করার সাহস করতে যেন না পারে সেই লক্ষ্যে এই ঘটনার জড়িতদের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধন শেষে খুনীদের সর্বোচ্চশাস্তি দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদাখাতুন রেখার কাছে স্মারকলিপি পেশ করেন জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, গত সোমবার (৩১অক্টোবর) সকালে উপজেলার শিয়াকাঠী ইউনিয়েনের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামন হাওলাদার নিজবাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার কালে  পাশ^বর্তী ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া এলাকায় দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।এ ব্যাপারে  ভান্ডারিয়া থানায় নিহতের বড় ছেলে মেহেদী হাসান রাজীব বাদী হয়ে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ দুইজন আসামীকে  গ্রেফতার করেছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:৪০ ● ২০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ