নেছারাবাদে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০২২


নেছারাবাদে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“বর্জের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন-হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই পতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার  (২০-অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন  ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী রূপ কুমার সাহা, স্কাউট সম্পাদক শিক্ষক জাকির হোসেন, কাব স্কাউট লিডার প্রধান শিক্ষক সামসুল হক প্রমুখ। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখান ইউএনও, সহকারী কমিশনার ও জনস্বাস্থ্য প্রকৌশলী।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:০১ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ