আমতলীতে দুই ভাইয়ের বসত:ঘর পুড়ে ছাই

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দুই ভাইয়ের বসত:ঘর পুড়ে ছাই
শনিবার ● ৮ অক্টোবর ২০২২


আমতলীতে দুই ভাইয়ের বসত:ঘর পুড়ে ছাই

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

সুখের ঘরে দুখের আগুন। দুই ভাইয়ের মাথা গোঁজার ঠাই নতুন বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা পরিবার। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন পরিবার। ঘটনা ঘটেছে শনিবার (৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামে।
জানাগেছে, ২০০০ সালে উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আতাহার হাওলাদার দুই ছেলে রুবেল ও খোকন হাওলাদারকে রেখে মারা যান। স্ত্রী রিনা বেগম অতি কষ্টে ঢাকায় দুই ছেলেকে বড় করে তোলান। গত ১০ বছর ধরে দুই ভাই ঢাকায় দিন মজুরের কাজ করে টাকা উপার্জন করেন। কষ্টে উপার্জিত ১০ লক্ষ টাকা ব্যয়ে গত বছর দুই ভাই আধাপাকা দ্বিতল ঘর নির্মাণ করেন। সুখের ঘরে দুখের আগুন। শনিবার বেলা ১১ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে ওই ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্য আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও আমতলী দমকল বাহির লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে আগুনে পুড়ে ঘর ছাই হয়ে যায়। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন বড় ভাই মোঃ রুবেল হাওলাদার।
মা রিনা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে। গত ২০  বচ্চর  পোলা দুইডা লইয়্যা ঢাহায় কত কষ্ট হরছি। আল্লায় মোরো সুখ দিয়াও লইয়্যা গ্যাছে। মোর পোলারা এতো কষ্ট হইর‌্যা ঘর উডাইছে হেই ঘর পুইর‌্যা গ্যাছে। মোর আবার পোলা দুইডা লাইয়্যা কষ্ট হরতে অইবে। সুখ কপালে না থাকলে য্যা অয়। মুই আল্লার ধারে কি দোষ হরছি? আল্লায় মোর এ্যামন সর্বনাশ হরলে ক্যানে।
বড় ছেলে রুবেল হাওলাদার বলেন, আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ গোলাম মোস্তফা বলেন,  বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনে লেগে ঘর পুড়ে গেছে। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নেভাতে সহায়তা করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:৩৩ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ