দুমকিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২


দুমকিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পূর্ব-শত্রুতার জেরে মাদ্রাসা কর্মচারির হাত-পা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহকর্মী শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকর্মী শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা মাদ্রাসা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো. সাইদুর রহমান, উপাধ্যাক্ষ মাও: মো: রফিকুল ইসলাম, প্রভাষক মাও: মো. রহমাতুল্লাহ, শিক্ষক মোঃ নাসির উদ্দীন, আহতের মেয়ে মারজিনা আক্তার, ভাতিজি রিনা আক্তার প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা এমন বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলা জামুরা গ্রামের বাসিন্দা দুমকি ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মো: শাহজাহান তালুকদারের সাথে তার একই বাড়ির মজিদ তালুকদারগংদের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ওই পূর্ব-বিরোধের জেরে গত মঙ্গলবার (৩০ আগষ্ট) মাদ্রাসা ছুটির পরে বাড়ি ফেরার পথে লেবুখালীর কাঠালতলা এলাকায় মজিদ তালুকদার, শহীদ তালুকদার, মিজান তালুকদার, রবিউল আনিচুর,জুয়েলসহ ৭/৮জনের একটি সন্ত্রাসী বাহিনী শাহজাহানকে আটকে বেধরক মারপিট করে এবং হা-পা ভেঙ্গে রাস্তাার পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেছেন। এঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় আহতের মেয়ে মারজিনা আক্তার ।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৪৫ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ