নেছারাবাদে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০২২


নেছারাবাদে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পশ্চিম কামারকাঠী গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার এস আই মো. শাখাওয়াত হোসেন, কামারকাঠি এনকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মেহেদী সরোয়ার, ইউপি সদস্য মোঃ লিটন খান, শাহানাজ পারভীন সহ আরো অনেকে। ব্র্যাকের এসোসিয়েট অফিসার (সেলপ) মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন। এমসয় ওয়ার্ডের ১২ থেকে ১৭ পর্যন্ত কিশোরী মেয়েদের তথ্য কার্ড প্রদান করা হয়। তাদের সার্বিকভাবে বয়স সম্পর্কে সচেতন করা হয়। সভায় বাল্য বিয়ের কারন, সামাজিক কুফল, বাল্য বিবাহ প্রতিরোধের চ্যালেঞ্জের ধাপ সমূহ এবং ভবিষ্যত কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৪ ● ২৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ