দশমিনায় ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ
রবিবার ● ১৪ আগস্ট ২০২২


দশমিনায় ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

দশমিনা(পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা)আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলার ৫২জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন এসএম শাহজাদা সাজু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামচুন্নাহার খান ডলি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, ওসি তদন্ত অনুপ দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক গৌতম রায় প্রমূখ।
এসময় ৫২ জন দুস্থ ও অসহয় মানুষের মাঝে মোট দুই লাখ পচিশ হাজার টাকার চেক বিতরন করা হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৭ ● ৩২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ