চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা
শনিবার ● ২৩ জুলাই ২০২২


চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহে  মতবিনিময় সভা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। শনিবার বেলা ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবের হলরূমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেরিন মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত।
এই সময় যুগান্তর প্রতিনিধি আমির হোসেন সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাক সংবাদদাতা মিজান নয়ন, মতবাদ প্রতিনিধি মাইন উদ্দিন জমাদার, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী, জনতা প্রতিনিধি মাহাবুব নাজমুল, মৎস্য অফিস সহকারী আব্বাস উদ্দিন প্রমুখ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:৫৫ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ