দুমকিতে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২


দুমকিতে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জেলা পরিষদ অর্থায়নে নির্মিত মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্স ভবন চত্তরে ৮লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন করেন, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান মোহন।
এসময় জেলা পরিষদ প্রধান নির্বাহি কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আল-ইমরান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:০৪ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ