গলাচিপায় শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জীর মৃত্যুতে শোক

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জীর মৃত্যুতে শোক
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২


গলাচিপায় শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জীর মৃত্যুতে শোক

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র বাংলা শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জী পরলোকগমন করেছেন। তিনি গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ড আনন্দপাড়ার বাসিন্দা।
সোমবার (১৮ জুলাই) বিকাল ৫ টার দিকে নিজ বাস বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন এ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর শেষ কৃত্য অনুষ্ঠান মঙ্গলবার (১৯ জুলাই) শাহা পাড়া শ্মশানে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জীর পরলোকগমনে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও পৌর শহরে গভীর শোক নেমে এসেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এম.পি)। এছাড়াও শোক প্রকাশ করেছেন, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২৬ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ