কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন!

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন!
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২


কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন!

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে মৃত অর্ধগলিত একটি ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় ঝাউবন এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। পরে বন বিভাগ বালু চাপা দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, সকালে সৈকতে নেমে ডলফিনটি দেখতে পেয়ে কমিটির অন্যান্য সদস্যদের জানানো হয়। ৬ ফুট লম্বা ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে মারা গিয়েছে। এর উপরিভাগের চামড়া উঠে গেছে এবং কান ও লেজের অংশ ইতিমধ্যে খসে পড়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার পর তাদের সদস্যরা বন বিভাগের সহায়তায় ডলফিনটিকে সৈকতের অপেক্ষাকৃত উচু স্থানে বালু চাপা দিয়েছেন। তবে এটি কি কারণে মারা গিয়েছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয় বলেও জানিয়েছেন। তাদের তথ্যমতে চলতি বছর ১৩টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অর্ধগলিত হওয়ার কারনে ডলফিনটি দ্রুত সৈকতে বালু চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩০:১৭ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ