পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে কর্মশালা

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে কর্মশালা
রবিবার ● ২৬ জুন ২০২২


পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে কর্মশালা

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে পিরোজপুরে এএফপি ষ্মার্ট অ্যাডভোকেসি এপ্রোচ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুন) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সি.সি.) ডা, হংসপতি সিকদার।
পরিবার পরিকল্পনা কার্যক্রম বিষয়ক পিরোজপুর জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সভাপতি ফসিউল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ধারণাপত্র উপস্হাপন করেন, জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, শিরিনা আফরোজ, পৌর কাউন্সিলর ঈশিতা বেগম হ্যাপী। বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহাগ হোসেন, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন দাস, রূপান্তর অপরাজিতা প্রতিনিধি সীমা বিশ্বাস প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন সুশীলন’র প্রকল্প সমন্নয়কারী মো. মোজাহিদুল ইসলাম।বেসরকারী উন্নয়ন সংস্থা মেরীস্টোপস বাংলাদেশ এবং সুশীলন এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৬:০৫ ● ১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ