মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড
শনিবার ● ১১ জুন ২০২২


মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড হয়েছে। শুক্রবার(১০ জুন) দুপুরে ওই স্কুল ছাত্রীর অভিভাবক  ঘটা করে তার মেয়ের বিয়ের অয়োজন করে।থানা পুলিশ এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার জে.কে ভাইজোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও কচুবাড়িয়া গ্রামের মাসুম বেপারীর কন্যাকে (১৩) একই উপজেলার সূর্যমনি গ্রামের চান মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২২) সাথে পারিবারিকভাবে বিয়ে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করে। পরে স্থানীয়রা বিষয়টি সাপলেজা ইউনিয়ন অপরাজিতা ইউনিটকে অবহিত করলে তারা প্রশাসনকে অবহিত করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল জানান, খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে উভয় পক্ষকে মহিলা বিষয়ক কার্যালয় নিয়ে আসা হয়। পরে মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৯ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ