উপজেলা নির্বাচন গোপালগঞ্জ জেলায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম পাতা » ঢাকা » উপজেলা নির্বাচন গোপালগঞ্জ জেলায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
শুক্রবার ● ১ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দখিলকৃত মোট ৭৪ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ১ জন, কাশিয়ানী উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান ১ জন, মুকসুদপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ২ জন এবং কোটালীপাড়া উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। কোন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
জেলা নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, বৃহষ্পতিবার ছিল যাচাই-বাছাইয়ের শেষ দিন। যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের অভাবে ওই ৫ জনের আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হয়েছে। এর আগে গত মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গোপালগঞ্জের ৫ উপজেলায় ২৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও ১৯ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আরও জানান, আগামী ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৮ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৪ মার্চ গোপালগঞ্জ জেলার ৫ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৫ ● ৬৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ