কাউখালীতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ
শনিবার ● ৪ জুন ২০২২


---

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপি-জামায়াতের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে একটি বিক্ষোভ সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু.সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, আওয়ামীলীগ নেতা পলাশ সিকদার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৪ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ