অশনি’র প্রভাবউপকূলজুড়ে ভারি বৃষ্টিপাত

প্রথম পাতা » পটুয়াখালী » অশনি’র প্রভাবউপকূলজুড়ে ভারি বৃষ্টিপাত
সোমবার ● ৯ মে ২০২২


অশনি’র প্রভাব- উপকূলজুড়ে  ভারি বৃষ্টিপাত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

 

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে মেঘাচ্ছন্ন। সোমবার ভোররাত থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার সকাল নয়টায় কলাপাড়ায়  ৮০ দশমিক ৬  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।

ঘূর্নিঝড় ‘অশনি’ সোমবার  দুপুর ১২টা পর্যন্ত পায়ারা সুমুদ্র বন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৮৫ কিলোমিটার দক্ষিন- পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিন- পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্নিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিাটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার যা দমকা বা ঝরো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরা  ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অধিকাংশ মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিলেও কিছু সংখ্যক ট্রলার এখনও গভীর সাগরে অবস্থান করছে। তবে আজ সন্ধ্যার মধ্যে সকল মাছধরা ট্রলার ঘাটে পৌছাবে বলে জানিয়েছে মৎস্য আড়তদার মালিক সমিতি।

ঘুর্নিঝড় অশনি কলাপাড়ায় আঘাত হানলে এলাকার চার ইউনিয়ন লালুয়া, ধানখালী, চম্পাপুর ও খাপড়াভাঙ্গার প্রায় ২০ কিলোমিটার বেরিবাঁধ রয়েছে অরক্ষিত। সমুদ্রিক জলোচ্ছ্বাসে ভেসে যাবার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে চার ইউনিয়নের ফসলী ক্ষেত, পুকুর মাছের ঘের তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশংকায় শংকিত এলাকাবাসী।

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, লালুয়া ইউনিয়নের প্রায়আট কিলোমিটার বেরিবাঁধ নাই। জলোচ্ছ্বাস হলে গোটা ইউনিয়নের ধঞ্জুপাড়া, মঞ্জুপাড়া, ১১ নং হাওলা, ছোট ৫ নং, বড় ৫ নং, হাচনাপাড়া, মুন্সীপাড়া, নাওয়াপাড়া, চৌধুরীপাড়া, চরচান্দুপাড়া ও চান্দুপাড়া এই ১১টি গ্রামের ফসলী ক্ষেত, পুকুর, ঘের তলিয়ে ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

খাপড়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফজলু গাজী  বলেন, নিজামপুর ও কমরপুর পয়েন্টে বেরিবাঁধ ঝুকিপূর্ন । সামুদ্রিক জলোচ্ছ্বাস হলে  ইউনিয়নের  সুধীরপুর, পুরান মহিপুর, নিজামপুর ও কমরপুর এই চার গ্রাম প্লাবিত হবে। এছাড়া এই চার গ্রামে কোনো আশ্রয়ন কেন্দ্র নেই। ফলে এখানের প্রায় ২০ হাজার মানুষ সম্পূর্ন অরক্ষিত অবস্থায় রয়েছে।

ধানখালী  ইউনিয়নের চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার  বলেন,নিশান বাড়িয়া বেরিবাঁধ ঝুকিপূর্ন । এখানের বাঁধ ভেঙ্গে গেলে নিশান বাড়িয়া, গন্ডামারি, পাঁচজুনিয়া ও লোন্দা গ্রাম প্লাবিত হয়ে যাবে।

এদিকে বৃষ্টির ধারা অব্যাহত থাকলে এবং ঘূর্নিঝড় ‘অশনি’ উপকূলে আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে মুগডাল ও বোরো ধান চাষীরা। তবে ক্ষতি কিছুটা কমাতে কৃষকদের আগে ভাগে ধান কেটে ঘর তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় অশনির কারনে বোরো চাষীদের ধান কাটার নির্দেশনা দিয়ে এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে, যাতে তাদের এ কষ্টের ফসল ঘরে তুলতে কোন সমস্যা না হয়।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন জানান, ঘূনিঝড় অশনি আঘাত হানলে স্থানীয় চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি পরিচালক কলাপাড়া উপজেলা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ঘূর্নিঝড় অশনি বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পায়রা বন্দর থেকে এখন ৯৩৫ কিলোমিটার দূরে  রয়েছে।  এটি মূলত ভারত উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা।

 

 

এসকেআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৪ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ