নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্ত

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্ত
সোমবার ● ৪ এপ্রিল ২০২২


ইউপি চেয়ারম্যানের পাশে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা সেই চেয়ার।

আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নিজের অফিস কক্ষে সংরক্ষিত চেয়ার রেখেছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের নবর্নিবাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু)। রবিার বিকেলে তার অফিসে গেলে এ তথ্য নিজেই জানান চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী(নান্নু)। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে চেয়ারটি তার অফিস কক্ষে নিজের চেয়ারের পাশে স্থাপন করেন। ওই চেয়ারে লেখা রয়েছে ‘বীর মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত।’ ইউপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো বীর মুক্তিযোদ্ধাকে পরিষদে এসে ১ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে না হয়। তাই তাদের সম্মান জানাতে নিজের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার রাখা হয়েছে। তিনি আরও বলেন, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা নিজের বুকের তাজা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অকুতভয় এ বীর সৈনিকদের জন্য আজ আমরা স্বাধীন। তাই আমার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রাখার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫:০৪:২২ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ