বঙ্গোপসাগরে চুরির অভিযোগে ১২রোহিঙ্গা জেলে গ্রেফতার

প্রথম পাতা » কুয়াকাটা » বঙ্গোপসাগরে চুরির অভিযোগে ১২রোহিঙ্গা জেলে গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২


বঙ্গোপসাগরে চুরির অভিযোগে ১২রোহিঙ্গা জেলে গ্রেফতার

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

বঙ্গোপসাগরে মাছধরা জেলেদের জাল চুরির অভিযোগে কক্সবাজার কুতুপালং ক্যাম্পের ১২রোহিঙ্গাকে একটি মাছধরা ট্রলারসহ গ্রেফতার করেছে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ। বুধবার রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজারের কুতুপালংয়ের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে আলীপুরের মৎস্য ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই রোহিঙ্গা চক্রটি বঙ্গোপসাগরে জেলেদের জাল চুরি করে আসছিল। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর লাইন পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করে ভুক্তভোগী জেলেরা। এরপর রাত এগারোটার দিকে তাদের পুলিশে সোপর্দ করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ১২ রোহিঙ্গার বিরুদ্ধে জাল চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৫:১৭ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ