কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
রবিবার ● ৩০ জানুয়ারী ২০২২


কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ বয়াতি মারা গেছেন। রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুয়াকাটা-কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নে ফাঁসিপাড়া গ্রামে রবিবার আছর নামাজ বাদ তাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হকের উপস্থিতিতে মহিপুর থানার ওসি মোঃ খায়ের কাওছারের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কলাপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আঃ লতিফের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৮ ● ৯৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ