পটুয়াখালীতে ৭ইউপি’র নৌকা-৫ স্বতন্ত্র-২ প্রাথীর বিজয়

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৭ইউপি’র নৌকা-৫ স্বতন্ত্র-২ প্রাথীর বিজয়
রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১


পটুয়াখালীতে ৭ইউপি’র নৌকা-৫ স্বতন্ত্র-২ প্রাথীর বিজয়

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

চতুর্থ ধাপে অনুষ্ঠিত পটুয়াখালীর ৭টি ইউনিয়ন পরিষদের ৫টিতে নৌকা ও ২টিতে সতন্ত্র প্রাথী জয়ী হয়েছে। এরমধ্যে রাংগাবালীর রাংগাবালী সদর ইউনিয়ানে শামসুজ্জামান মামুন, ছোটবাইশদা ইউনিয়নে এ বি এম এম আব্দুল মন্নান, চরমোনতাজ ইউনিয়নে একে শামসুদ্দিন আবুমিয়া, চালতাবুনিয়া ইউনিয়নেজাহিদুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রাথী ঘোড়া প্রতীকে নিয়ে মজিবর রহমান ৩৪০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল জলিল মিয়া ৩১২০ ভোট পেয়েছেন। টিয়াখালী ইউনিয়নে (আওয়ামীলীগের বিদ্রোহী) স্বতন্ত্র
আনারস প্রতীক নিয়ে মাহমুদুল হাসান সুজন
মোল্লা ৪১০৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার। নিকটতম আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু পেয়েছেন ৩১৪৬ ভোট পেয়েছেন। নীলগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে বাবুল মিয়া ৮ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ইসলামী
শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার সিকদার ৬০৫০ ভোট পেয়েছেন।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৩ ● ৬৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ