কলাপাড়ায় স্কুলভবন র্নিমাণে অনিয়মের অভিযোগ!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় স্কুলভবন র্নিমাণে অনিয়মের অভিযোগ!
বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১


কলাপাড়ায় স্কুলভবন র্নিমাণে অনিয়মের অভিযোগ!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের র্নিমানাধীন ভবনের র্নিমাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
শিডিউলের নির্দেশিত উপকরণ সামগ্রীর যথাযথভাবে ব্যবহার না করাসহ র্নিমাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স’ানীয়সহ সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের সদস্যরা। এনিয়ে বিতন্ডা হলে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকী প্রদান করে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা।
জানা যায়, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন পুরাতন ভবন ভেংগে তদস’লে নতুন একটি ৫তলা ভবন র্নিমাণের উদ্যোগ নেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনের র্নিমাণ ব্যায় ধরা হয় ৩কোটি ৭০ লক্ষ টাকা। কার্যাদেশ পেয়ে ২০২০ সালের শেষের দিকে এর র্নিমাণ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মুন্সি এন্ড ব্রাদার্স।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফারুক তালুকদার, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম লালু গাজী, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আ. জব্বার, চম্পাপুর ইউনিয়ন পরিষদের সদস্য জলিল ফকির জানান, ছাদ ঢালাই কাজ অত্যান্ত নিম্নমানের হয়েছে। সাংবাদিক আসার খবর পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটি তাদের শ্রমিক দ্বারা শুকনো বালু এবং সিমেন্ট দিয়ে ঢালাই ছাদের লেভেল ঠিক করে। ল্যাবরেটরী টেস্ট করলে প্রকৃত সত্যতা বেড়িয়ে আসবে।
বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম স্বপন বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হলেও ভবন র্নিমাণ কাজের বিষয়ে আমাকে অবহিত করা হয়নি। র্নিমাণ কাজের মান নিয়ে ঠিকাদারের সাথে বাকবিতন্ডা হয়েছে।
ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান বলেন, প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদের কাজ তদারকির দ্বায়িত্ব দেয়া হয়েছে। কাজের মান বেশ সন্তোষজনক।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার আল-আমিন বলেন, সকল অভিযোগ অসত্য। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং বিদ্যালয়ের তদারকি কমিটির সদস্যদের উপসি’তে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান বলেন, বিষয়টি জানার পর বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষককে ডেকে একটি তদারকি কমিটি করে দেয়া হয়েছে। সংশ্লিস্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৩ ● ১০১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ