নকশা পাল্টে দ্বিতল ভবন-দুমকিতে সরকারি বরাদ্দের সেই ঘর ভেঙ্গে ফেললেন ইউএনও!

প্রথম পাতা » পটুয়াখালী » নকশা পাল্টে দ্বিতল ভবন-দুমকিতে সরকারি বরাদ্দের সেই ঘর ভেঙ্গে ফেললেন ইউএনও!
শনিবার ● ১৭ জুলাই ২০২১


দুমকিতে সরকারি বরাদ্দের সেই ঘর ভেঙ্গে ফেললেন ইউএনও!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে মুজিববর্ষে হতদরিদ্রের নামে বরাদ্দের সেই নকশা পাল্টে নির্মিত সরকারি ঘরের দোতলা অংশ অবশেষে ভেঙ্গে ফেললেন ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুমকি সাতানী গ্রামে মোঃ কালাম সিকদারের নামে সরকারি বরাদ্দে নির্মিত দোতলা ঘরের ছবি ভাইরাল হলে প্রশাসনের টনক নড়ে।
শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় দুমকি উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ তরিঘড়ি লোকজন নিয়ে নকশা পাল্টে নির্মিত সেই ঘরের ছাউনীর টিন খুলে দোতলা অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। ইউএনও আবদুল্লাহ সাদীদ জানান, নকশা পরিবর্তণ করে নির্মিত সবক’টি ঘর ভেঙ্গে নকশা অনুযায়ী করা হবে।
উল্লেখ্য, দুমকি উপজেলায় মুজিববর্ষের সরকারি ঘর বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। ভিটি আছে ঘর নেই এমন হতদরিদ্রদের জন্য সরকারি পাকা ঘর বরাদ্দের নিয়ম থাকলেও তা অনেক ক্ষেত্রেই মানা হয়নি। প্রশাসনের কতিপয় কর্মচারীর যোগসাজসে একশ্রেণীর দালালরা ২০হাজার থেকে ৪০হাজার টাকার বিনিময়ে হতদরিদ্রের নামে স্বচ্ছল পরিবারকে বরাদ্দ পাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে। ঘর বরাদ্দের পর ওইসব স্বচ্ছলপরিবার ঠিকাদারের যোগসাজসে সরকারি নকশা পাল্টে তাদের পছন্দমতো ঘর নির্মাণ করেছেন। সম্প্রতি দুমকি সাতানী এলাকার জনৈক ব্যক্তি কালাম সিকদারের ত্রাণের দোতলা ঘরের একটি ছবি ফেসবুকে পোষ্ট করলে তা ভাইরাল হয়ে যায়। এতে প্রশাসনে তোলপাড় শুরু হয়।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৪:০১ ● ৫৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ