ছাতকে যুবদল নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে যুবদল নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ
শনিবার ● ১৭ জুলাই ২০২১


ছাতকে যুবদল নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশের দায়েরী ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হচ্ছেন ছাতক পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন। ষড়যন্ত্রমূলক এ মামলা থেকে যুবদল নেতাকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন ছাতক পৌর যুবদলের নেতৃবৃন্দ।
বিবৃতিতে যুবদল নেতৃবৃন্দ বলেন, ৪ জুলাই রাতে চেলা নৌ-পথে নৌ-পুলিশ ও বালু উত্তোলনকারী শ্রমিকদের মধ্যে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নৌ-পুলিশ ছাতক ইউনিটের এসআই হাবিবুর রহমান ঘটনার দু’দিন পর ছাতক থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। এ মামলায় যুবদল নেতা খায়ের উদ্দিনের নাম জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত নয়। নৌ-পুলিশ কারো প্ররোচনায় এ মামলায় তাকে জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। নেতৃবৃন্দ দাবি করেন, নৌ-পথে বালু-পাথর ব্যবসা বা নৌকা-বাল্কহেড ব্যবসার সাথে তিনি কখনো জড়িত নয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টিও তার জানা নেই। রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে ষড়যন্ত্রের মাধ্যমে এ মামলায় তাকে জড়ানো হয়েছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে সুনামগঞ্জ জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, ছাতক পৌর যুবদলের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রফিক, সদস্য সাজ্জাদ মাহমুদ মনির সহ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত নয়, নিরপরাধ যুবদল নেতা খায়ের উদ্দিনকে নৌ-পুলিশের দায়ের করা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৩৬ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ