রাঙ্গাবালীতে ১৬জনকে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ১৬জনকে জরিমানা
মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১


রাঙ্গাবালীতে ১৬জনকে জরিমানা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

লকডাউনে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৬ জনকে ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ জরিমানা করেন।
জানা গেছে, সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা সদরের বাহেরচর বাজার, সিনেমাহল পট্টি,  বঙ্গবাজার ও  খালগোড়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখায় ১৪জনকে এবং বিনা প্রয়োজনে মোটরসাইকেল চলাচল করার দায়ে একজন চালক ও একজন আরোহীকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, রাঙ্গাবালীতে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। বিধিনিষেধ উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৬ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ