অপহরনের আটদিন পরে মাদ্রসা ছাত্রী উদ্ধার, মূল আসামি গ্রেফতার

প্রথম পাতা » সর্বশেষ » অপহরনের আটদিন পরে মাদ্রসা ছাত্রী উদ্ধার, মূল আসামি গ্রেফতার
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
অপহৃত দশম শ্রেণির মাদ্রসা ছাত্রী সুলতানাকে (১৪) রাঙ্গাবালী থানা পুলিশ রাঙ্গাবালী থেকে আটদিন পরে রবিবার রাতে উদ্ধার করেছে। এসময় মামলার প্রধান আসামি বখাটে সজিবকে গ্রেফতার করা হয়েছে। মহিপুর থাানা পুলিশ সুলতানাকে রাতেই নিয়ে এসেছে। তার ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। প্রধান আসামি সজিবকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সুলতানার বাবা মোশাররফ হোসেন জানান, ১০ ফেব্রুয়ারি লতাচাপলীর ফাসিপাড়া গ্রামের বাড়ি থেকে শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে সজিব তার সাঙ্গপাঙ্গ নিয়ে সুলতানাকে চাকু প্রদর্শণ করে আলীপুর চৌরাস্তা থেকে মটর সাইকেলে তুলে অপহরন করে। ১২ ফেব্রুয়ারি মহিপুর থানায় মামলা করা হয়। সুলতানা মহিপুর ইসলামিয়া খাইরুল উম্মাহ মাদ্রাসার ছাত্রী। অপহরণকারী সজিবের স্ত্রী থাকা সত্ত্বেও বখাটেপনা করে বেড়ায় বলে মোশাররফ হোসেনের অভিযোগ। গ্রেফতারকৃত সজিবের বাবার নাম মালেক হাওলাদার। বাড়ি নবীনপুর।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৪৫ ● ৫৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ