ডিসি অফিসের লাল ফিতায় বন্দী দশমিনা বিদ্যুতের জোনাল অফিস স্থাপন

প্রথম পাতা » সর্বশেষ » ডিসি অফিসের লাল ফিতায় বন্দী দশমিনা বিদ্যুতের জোনাল অফিস স্থাপন
শনিবার ● ১৯ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনা উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপনের ফাইল ডিসি অফিসের লাল ফিতায় বন্দী হয়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। দশমিনা পল্লী বিদ্যু সমিতির অভিযোগ কেন্দ্র সূত্রে জানা যায়, ৪হাজার গ্রাহক হলে একটি অভিযোগ কেন্দ্র,  ৮হাজার গ্রাহক হলে এরিয়া অফিস ও ২৪হাজার গ্রাহক হলে কর্তৃপক্ষ একটি জোনাল অফিস স্থাপন করে। পল্লী বিদ্যু সমিতির এসব নিয়মনীতি অতিক্রম করেছে প্রায় দু’বছর আগে। দশমিনা পল্লী বিদ্যু অভিযোগ কেন্দ্র উপজেলার লক্ষ্মীপুরা মৌজার নলখোলা বন্দরে ভাড়া নেয়া অফিস কার্যক্রম চলছে। বাউফল জোনাল অফিসের ডিজিএম এ, কে, এম আবুল কালাম আজাদ বলেন, প্রায় এক বছর আগে লক্ষ্মীপুরা মৌজার দশমিনা-আলীপুরা সড়কের পাশে ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশে ৫৯শতাংশ জমি দশমিনা পল্লী বিদ্যু সমিতির জোনাল অফিস স্থাপনের জন্য ডিসি অফিস অধিগ্রহন করেছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ ওই সময় অধিগ্রহনের টাকা পরিশোধ করেছে । অথচ ডিসি অফিস জমি মালিকদের মধ্যে অধিগ্রহন টাকা পরিশোধ না করায় জোনাল অফিস স্থাপন করা হয়নি। এ বিষয় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী মুফো ঠোনে জানতে চাইলে তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ বিষয়টি আমার জানা নেই। দশমিনা ইউএনও’র কাছে জেনে ব্যবস্থা নেয়া হবে। দশমিনা উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ্রা দাস এ প্রতিনিধিকে মুঠো ফোনে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অধিগ্রহনের জমি মালিকদের মধ্যে টাকা বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫১:২৩ ● ৫৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ