বামনায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » গণমাধ্যম » বামনায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১


বামনায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে নির্যাতন ও নথিচুরির অভিযোগের মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বামনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার(২০ মে) সকাল ১০টায় বামনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, দৈনিক সাগরকূল সম্পাদক নেসার উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অমানুষিক নির্যাতনকারী অতিরিক্ত সচিব জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবী করেন। তাকে মুক্তি দিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন তারা।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:০০ ● ৮০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ