সুনামগঞ্জে গ্রামপুলিশ হত্যাকান্ডে এক আসামি গ্রেফতার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সুনামগঞ্জে গ্রামপুলিশ হত্যাকান্ডে এক আসামি গ্রেফতার
শনিবার ● ৮ মে ২০২১


সুনামগঞ্জে গ্রাম পুলিশ হত্যাকান্ডে এক আসামি গ্রেফতার

সুনামগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রাম পুলিশ সদস্য হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকায় ইয়াসিন মিয়া (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইয়াসিন উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের সামছু মিয়ার ছেলে। এরপুর্বে উপজেলার উওর বড়দল ইউনিয়নের বোরোখারা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে হত্যাকান্ডের শিকার গ্রাম পুলিশ আব্দুর রউফের বোন জাহানারা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধায় থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, এ হত্যাকান্ডে আরো দুয়েক জন জড়িত রয়েছে বলে ধারণা করছি। আসামি ইয়াসিনকে রিমান্ডে নিয়ে আসার পর অন্যদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। প্রসঙ্গত, নিজ বাড়িতে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করে নিয়ে যাবার পথে চুরিতে বাধা দেওয়ায় উপজেলার বোরোখাড়া নিজ বাড়ির অদুরেই সংঘবদ্ধ চোরদের ধারালো ছুরিকাঘাতে বৃহস্পতিবার সাহরির কিছু সময় পুর্বে নির্মম ভাবে হত্যকান্ডের শিকার হন গ্রাম পুলিশ আব্দুর রউফ। চার শিশু সন্তানের জনক রউফ উপজেলার উওর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ হত্যাকান্ডের ব্যবহ্নত রক্তমাখা ছুরি আলামত হিসাবে জব্দ এবং এ হত্যাকান্ডে জড়িত চোর চক্রের সদস্য ইয়াসিনকে বৃহস্পতিবার  গ্রেফতার করেছেন।,
এ ঘটনায় র‌্যাপিড এ্যাশন ব্যাটালিন র‌্যাব ৯ সিলেট, সিপিসি -৩ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. সিঞ্চন আহমেদ শুক্রবার রাতে  এ প্রতিবেদকে জানান  র‌্যাবের হাতে এ হত্যাকান্ডে জড়িত আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে  এ ক্ললেস  হত্যাকান্ডের বিষয়টি  জানানো হবে।।


এইচএসএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৭ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ