পটুয়াখালীতে করোনা প্রতিরোধে ভিডিও কনফারেন্সে নির্দেশনা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে করোনা প্রতিরোধে ভিডিও কনফারেন্সে নির্দেশনা
বুধবার ● ৩১ মার্চ ২০২১


পটুয়াখালীতে করোনা প্রতিরোধে ভিডিও কনফারেন্সে নির্দেশনা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারের ১৮দফা নির্দেশনা যথাযথ প্রতিপালনের লক্ষ্যে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিকেল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সে ঢাকা প্রান্তে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব ড. আহমেদ কায়কাউস। পটুয়াখালী প্রান্তে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ শহীুল্লাহ পিপিএম, পটুয়াখালী হাসপাতালের পরিচালক ডা.এমএ মতিন, সিভিল সার্জন মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ সরকারি কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মুখ্যসচিব জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে গুরুত্বরারোপ করেন। সরকারের গৃহীত ১৮দফা নির্দেশনা সকলকে সম্বলিত এবং আলাাদা আলাদাভাবে  যথাযথ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:০৮ ● ৩২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ