রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরে পিকআপ ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী সাম্মি আক্তার মনি (১৬) নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া গ্রামের টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাম্মি উপজেলার ফুলুহার তারাবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম শামিম মোল্লার মেয়ে এবং পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছরের এসএসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ ঘটনায় আহত ভান্ডারিয়া উপজেলার নুর আলমের ছেলে মোঃ জালাল (২২) ও লক্ষ্মীপুরা গ্রামের আলতাফ মীরের ছেলে মোটর সাইকেল চালক নুরুজ্জামান (২৬)। পুলিশ আরএফএল’র পিকআপ ভ্যান চালক রবিউল ইসলাম (২৭) কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজাপুরগামী আরএফএল’র পিকআপ (ঢাকা মেট্রো-অ-১১-৪৬৫৭) মোটর সাইকেলটিকে রং সাইডে গিয়ে সামনাসামনী চাপা দেয় এতে মোটরসাইকেল আরোহি এসএসসি পরীক্ষার্থী সাম্মি আক্তার ঘটনাস্থলে মারা যান। অপর ২ জন গুরুতর আহত হয়। তাদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাম্মীর নানা কয়েকদিন আগে বিদেশ থেকে বাড়ি আসায় নানা বাড়ি গালুয়া দুর্গাপুরে থেকেই পরবর্তী পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে সাম্মী রেজি. ও প্রবেশপত্র সাথে নিয়ে বাড়ি থেকে আত্মীয়দের সাথে মোটরসাইকেল যোগে নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দিন জানান, পিকআপ ও ভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:০৪ ● ৫১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ