কলাপাড়ায় পরিবেশ সচতনতা বৃদ্ধিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় পরিবেশ সচতনতা বৃদ্ধিতে মানববন্ধন
শুক্রবার ● ১৯ মার্চ ২০২১


কলাপাড়ায় পরিবেশ সচতনতা বৃদ্ধিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় প্লাস্টিক-পলিথিনের ব্যবহার বন্ধ করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে’ মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় অ্যাসোসিয়েশন ফর ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) নামে একটি স্থানীয় বেসরকারি সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার সদস্য সচিব মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, সংবাদকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন, অ্যাসোসিয়েশন ফর ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটির (আভাস) উপজেলা ব্যাবস্থাপক মো. মনিরুল ইসলাম সবুজ, চম্পাপুর ইয়ুথ গ্রুপের সদস্য মো. রাব্বি মোল্লা প্রমুখ। বক্তারা সকলে দেশকে সুন্দর এবং বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে পরিবেশ-প্রতিবেশ নিয়ে সচেতন হতে সকলের প্রতি আহবান জানান।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১২:০৩ ● ৫২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ