তজুমদ্দিনে চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
শুক্রবার ● ১৯ মার্চ ২০২১


তজুমদ্দিনে চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে ১ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৬ জন ও সংরক্ষিত পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
১৮ মার্চ শেষ দিনে  ৩টি ইউনিয়নের প্রার্থীরা ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ১ম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা বিরোধ মামলায় ২টি ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। তফসিল ঘোষিত ৩টি ইউনিয়নে মোট ১৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন, চাঁদপুর ইউনিয়নে  এ.কে.এম মহিউদ্দিন, ফাতেমা বেগম, এ কে এম সহিদুল্যাহ, মোহাম্মদ ফখরুল আলম (নৌকা), মহিউদ্দিন পোদ্দার ও আবুল কাশেম (হাত পাখা)। চাচড়ায় মোঃ রিয়াদ হোসেন হান্নান, এম, আলাউদ্দিন জামাল, মোঃ আবু তাহের (নৌকা)।
শম্ভুপুরে মোঃ মুঈনুদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ রাসেল, মিজানুর রহমান (নৌকা) ও মোঃ জাফর (হাত পাখা)।
এছাড়াও তিনটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১২৬জন ও সংরক্ষিত পদে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাচাই ১৯ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ২৪মার্চ, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ, ভোট গ্রহণ ১১ এপ্রিল। নির্বাচনে তিনটি ইউনিয়নে মোট ৭২ হাজার ৫শত ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে মামলার জটিলতার কারনে বড় মলংচড়া ও সোনাপুর ইউনিয়নে নির্বাচন বন্ধ রয়েছে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৯ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ