নাজিরপুরে টাকা পাওয়ার গুজবে ছুটছে শিক্ষার্থীরা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে টাকা পাওয়ার গুজবে ছুটছে শিক্ষার্থীরা
সোমবার ● ১৫ মার্চ ২০২১


নাজিরপুরে টাকা পাওয়ার গুজবে ছুটছে শিক্ষার্থীরা

নাজিরপুর (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক শিক্ষার্থীদের অনুদান দেয়ার নামে একশ্রেনীর প্রতারক চক্র গুজব ছড়াতে শুরু করেছে। এ বিষয় সবাইকে সচেতন থাকতে বলেছে শিক্ষা মন্ত্রনালয়।
এমন গুজব ছড়িয়ে পরায় নাজিরপুর উপজেলার তথ্য সেবাসংক্রান্ত কম্পিউটার দোকানগুলোতে আবেদন করতে উপচে পড়া ভিড় দেখা যায়। একই সাথে প্রত্যায়নপত্র নিতে শিক্ষক শিক্ষার্থীরা ছুটছে শিক্ষাপ্রতিষ্ঠানে।
প্রতারক চক্র গুজব ছড়ায় যে, করোনা উপলক্ষে সরকার সকল শিক্ষার্থীকে আবেদন করলে ১০হাজার টাকা করে অনুদান দেবে। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষক শিক্ষার্থীরা আবেদন করতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষামন্ত্রনালয়ের নজরে এলে গত ৪মার্চ শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সতর্কমূলক বিজ্ঞপ্তি জারি করে। তিনি সবাইকে সচেতন থাকতে ও প্রতারকদের খপ্পরে না পড়ার জন্য সর্তকতামূলক নির্দেশনা দেন। তবে দরিদ্র মেধাবী প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:২২ ● ৪৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ