আমতলীতে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা
মঙ্গলবার ● ২ মার্চ ২০২১


আমতলীতে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার তারিকাটা তালুকদার বাড়ীতে মঙ্গলবার (২ মার্চ) আলহাজ¦ আপ্তাফ উদ্দিন তালুকদার এবং বেগম নুরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। ডাঃ মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের অর্থায়নে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী মেহজাবিন মেমোরিয়াল ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু ইউসুফ তালুকদার। বরিশাল ইস্পাহানী ইসলামী চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শামীম আহম্মেদ ও ডাঃ ইভা বিশ^াস এক হাজার রোগীর চক্ষু চিকিৎসা দেন। পরে ওই ক্যাম্প কর্তৃপক্ষ বিনামুল্যে এক’শ জন চোখে ছানি, ১৫ জন নেত্রনালী ও ১০ জন চোখে মাংস বৃদ্ধি রোগীকে বিনামুল্যে অপারেশনসহ চিকিৎসা সেবা দিতে বরিশাল ইস্পাহানী চক্ষু হাসপাতালে নিয়ে যান। ক্যাম্পে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আবু জাফর, ক্যাপ্টেন মোঃ হারুন অর রশিদ ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০০ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ