বামনায় জাতীয় ভোটার দিবস পালিত

প্রথম পাতা » বরগুনা » বামনায় জাতীয় ভোটার দিবস পালিত
মঙ্গলবার ● ২ মার্চ ২০২১


বামনায় জাতীয় ভোটার দিবস পালিত

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত  হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন   কমিশনের উদ্যোগে শহরের  প্রধান প্রধান সড়কে রেলী বের করা হয়।
রেলী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা।
সভায় বক্তব্য রাখেন  বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুমি খানম,  আলতাফ হোসেন হাওলাদার,  উপজেলা আওয়ামীযুবলীগ এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সারওয়ার, শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ নেসার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার প্রমুখ। এসময় দুইজন ভোটারের হাতে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) প্রদান করা হয়।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২২:২০ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ