কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন
রবিবার ● ৯ আগস্ট ২০২০


কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় সিমিউই-৫ সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় দেশের ইন্টারনেট সেবা ব্যাহত হয়। রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংযোগ স্থাপন করা যায়নি বলে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের এস্ট্র্রেট ম্যানেজার সুভ্রম নিশ্চিত করেছেন। কুয়াকাটার অদূরবর্তী আলীপুর বাজারের পূর্ব দিকে কোল্ড স্টোরেজ পয়েন্ট থেকে ক্যাবল কাটা পড়ে।

সূত্র জানিয়েছে, স্থানীয় বাসিন্দা হোসেন মোল্লা খননযন্ত্র দিয়ে মাটি কাটতে গিয়ে সাবমেরিন কোম্পানীর লাইন কেটে ফেলে। যার ফলে রোববার সকাল ১১ থেকে সারা দেশের সাথে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে সাবমেরিন কর্তৃপক্ষ দাবী করেছেন। কুয়াকাটার মাইটভাঙ্গা গ্রামে অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং  স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ইন্টারনেট সেবায় সারা দেশে এর প্রভাব পড়েছে। এটি নতুন উচ্চক্ষমতা সম্পন্ন সাবমেরিন ক্যাবল স্টেশন। ল্যান্ডিং স্টেশনের ৩-৪ কিলোমিটার দূরে আলীপুর বাজার সংলগ্ন কোল্ড স্টোরেজ নামক স্থানে এর ক্যাবল কাটা পড়েছে। এ ঘটনায় বেলা ১১টার দিকে ইন্টারনেট ডাউন হয়ে পড়ে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ সংযোগ মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন। তবে কবে নাগাদ এটি মেরামত সম্পন্ন হতে পারে এটি নিশ্চিত করে তারা বলতে পারেন নি।

দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের এস্ট্রেট ম্যানেজার সুভ্রম বলেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ১হাজার ৭০০জিবিপিএস। এর মধ্যে সর্বাধিক পরিমাণ ব্যান্ডউইথ (১০০০-১১০০ জিবিপিএস) সিমিউই-৫ এর মাধ্যমে আসে। গুরুত্বপূর্ণ এই সাবমেরিন ক্যাবলটি কাটা পড়ায় ৬০ শতাংশ ইন্টারনেট সেবা ব্যাহত হয়ে পড়েছে। বর্তমানে সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। তিনি আরও বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল কোম্পানী কর্তৃপক্ষকে অবহিত না করে স্থানীয় হোসেন মোল্লা মাটি ভরাটের কাজ করতে গিয়ে ইন্টারনেট সংযোগ ক্যাবল কেটে ফেলার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

কেএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:৫২ ● ১৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ