প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের সুবিধা বাড়াতে কাজ শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ

প্রথম পাতা » সর্বশেষ » প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের সুবিধা বাড়াতে কাজ শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
পুলিশ বাহিনীতে পদোন্নতি, পদসৃজন ও সাংগঠনিক কাঠামোর অসামঞ্জস্য ‘শিগগিরই’ নিরসনের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।
মন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ বাহিনীকে আরও উন্নত, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পুলিশ বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ বাহিনীর পদোন্নতি, পদসৃজন ও সাংগঠনিক কাঠামোর অসামঞ্জস্যতার সমস্যাও দ্রুত নিরসন করা হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্য অর্জন করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে পুলিশ বাহিনীসহ জনপ্রশাসনের সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। সভায় পুলিশ বাহিনীর পক্ষ থেকে নতুন পদসৃজন, পদ আপগ্রেডেশন, ‘পুলিশ মেডিক্যাল সার্ভিস’ গঠন, পর্যাপ্ত আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইজিপি জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৯:০০:২৯ ● ৫৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ