সমুদ্রের বিলিন হচ্ছে কুয়াকাটার সৈকত

প্রথম পাতা » কুয়াকাটা » সমুদ্রের বিলিন হচ্ছে কুয়াকাটার সৈকত
সোমবার ● ১৩ জুলাই ২০২০


সমুদ্রের বিলিন হচ্ছে কুয়াকাটার সৈকত

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

বিশ্ব নন্দিত পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে ক্রমশ:ই গ্রাস করছে ক্ষুধার্ত সাগর। ছোট হয়ে আসছে কুয়াকাটা মানচিত্র। রূপ ঐশ্বর্য্যরে সূর্যোদয়- সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা হারাতে চলছে তার নিজস্ব জৌলুস।
প্রতি বছরের ন্যায় অমাবস্যা ও পূর্ণিমার জোঁ’তে সাগরে সৃষ্টি হয় প্রকান্ড ঢেউ। শোঁ শোঁ শব্দে ভয়ানক ঢেউগুলোর ঝাঁপটাতে বালুক্ষয় করে সৈকতের পরিধি ছোট করে চলছে। ঝুঁিকতে আছে সৈকতের ট্যুরিজম পার্ক, কুয়াকাটা মাদ্রাসা পয়েন্ট বেরীঁবাধ মাত্র তিনের একাংশ বাকি আছে বিলীন হতে। এ নিয়ে পর্যটন এলাকায় হাজার  কোটি টাকা বিনিয়োগ করে প্রতিদিন আতংকে আছেন বিনিয়োগকারীগন। কুয়াকাটার চৌমাথা থেকে মাত্র �

বাংলাদেশ সময়: ২০:১৮:৪০ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ